ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক জিম্মি করে রেখেছে ডাকাতরা

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৭, ১৯ ডিসেম্বর ২০২৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ডাকাতের হাতে জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাকাতরা ব্যাংকে ঢুকে পড়ে। তারা ব্যাংকের সব প্রবেশপথ বন্ধ করে দেয়।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রূপালী ব্যাংকের শাখাটি বাইরে থেকে ঘিরে রেখেছে আইনশৃ্খলা বাহিনী। তবে ভেতরে কী হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ব্যাংকের সামনের রাস্তায় উৎসুক জনতা ভিড় করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা


ঘটনাস্থলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতের পাশাপাশি কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম উপস্থিত আছেন।

ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘‘ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।’’

রূপালী ব্যাংকের ওই শাখার চারপাশ ঘিরে রেখেছে র‍্যাব, পুলিশ ও ডিবি। উদ্ধার অভিযানে র‍্যাব ও পুলিশের সাথে সেনাসদস্যরাও যোগ দিয়েছে।

বিকেল ৪টার দিকে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “এখনও ভেতরে ডাকাত আছে, আমরা বাইরে আছি। তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আলোচনা করার চেষ্টা করে পরিস্থিতি সামালের চেষ্টা করছি।”

ঢাকা/শিপন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়