ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তের পথে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৫  
প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তের পথে

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। দ্রুতই তা ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। এ সময় ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

রুহুল আমিন মল্লিক বলেছেন, প্রবাসীদের ভোট গ্রহণের জন্য ‘ওসিভি’ (আউট অব কান্ট্রি ভোটিং) প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় কীভাবে প্রবাসী ভোটাররা নিবন্ধন করবেন এবং ভোট দেবেন, তার একটি খসড়া ইতোমধ্যে কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা আশা করছি, আজ বিকেলের মধ্যেই অনুমোদন মিলবে। অনুমোদন পেলেই নিবন্ধন পদ্ধতি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ইসির জনসংযোগ পরিচালক আরো জানান, প্রবাসীদের ভোট দেওয়ার ক্ষেত্রে পোস্টাল ব্যালট পদ্ধতি ব্যবহার করা হবে। এজন্য ‘পোস্টাল ভোট বিডি‘ নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। প্রবাসী ভোটাররা ওই অ্যাপে নিবন্ধন করবেন। এরপর নির্বাচন কমিশন তাদের কাছে ব্যালট পাঠাবে এবং সংশ্লিষ্ট ভোটার তা পূরণ করে নিকটস্থ পোস্টবক্সে জমা দেবেন।

তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। তাই, ভোটের পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে ব্যাপক প্রচার দরকার হবে। জনগণ যত বেশি সচেতন হবেন, প্রক্রিয়া তত সহজ হবে।

ইসি সূত্রে জানা গেছে, কেবল প্রবাসী ভোটাররা নন, পোস্টাল ব্যালট সুবিধা পাবেন দেশে অবস্থানরত কয়েদি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবীরাও।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে কমিশন। এ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়