প্রয়াত তারকারা কীভাবে ফিরে পেলেন ‘ব্লু টিক’?
টুইটারের ‘ব্লু টিক’ নিয়ে বিতর্ক চলছেই। এমনকি বিশ্বের খ্যাতনামা অনেক তারকা এ নিয়ে মশকরাও শুরু করেছেন। কে ব্লু টিক পাবেন, আর কে পাবেন না, সেটাই বুঝে ওঠা দায় হয়ে গেছে।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, গত ২০ এপ্রিলের পর হঠাৎই বিশ্বের বহু তারকার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ‘ব্লু টিক’। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।
টুইটারের নতুন মালিক ইলন মাস্কের নিয়ম অনুযায়ী, মাসিক ৮ ডলার না দিলে মিলবে না ‘ব্লু টিক’। যত বড় তারকাই হোক না কেন, বিনামূল্যে আর মিলবে না ‘ব্লু টিক’। এই সেবা পেতে অর্থ খরচ করতেই হবে। কিন্তু মাস্কের এই নিয়মে সাড়া দেননি অনেকেই। টাকা দেওয়া তো দূরের কথা প্রকাশ্যেই মাস্ক ও তার নীতি নিয়ে সমালোচনা করেন।
বেকায়দায় পড়ে নিজের নীতি একটু পাল্টে ফেলেন মাস্ক। জানা গেছে, টুইটার তাদের ‘ব্লু টিক’ সাবস্ক্রিপশনের নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে। টাকা না দিলেও মিলবে ‘ব্লু টিক’। তবে তার জন্য সেই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১০ লাখ থাকতে হবে। ফলে রাতারাতি হারানো ‘ব্লু টিক’ আবার ফিরে পেতে চলেছেন তারকারা। ভারতে সেই তালিকায় যেমন আছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান, তেমনই আছেন মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বরা।
কিন্তু সেই একই তালিকায় নাম লিখিয়েছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুর, ইরফান খান, লতা মঙ্গেশকর, মাইকেল জ্যাকসন, শেন ওয়ার্নের মতো তারকারাও! যা দেখে প্রশ্ন উঠছে নানা মহলে। কীভাবে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যাচাই করল টুইটার? এসব অ্যাকাউন্টের পাশে যে ‘নীল টিক’ রয়েছে, তা আঙুল দিয়ে ঘোরালে যে লেখা উঠে আসছে তা হলো, ‘এই অ্যাকাউন্টটি যাচাই করা হয়েছে কারণ তিনি টুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করেছেন এবং ফোন নম্বর যাচাই করা হয়েছে।’
অথচ এসব তারকাদের অ্যাকাউন্ট বেশ কয়েক মাস ধরেই ব্যবহার হয় না। মারা যাওয়ার পর অ্যাকাউন্টগুলোও স্বাভাবিক কারণেই আর সচল নেই। তাহলে কীভাবে এই অ্যাকাউন্টগুলো ফের নতুন করে জেগে উঠল, কেই বা নম্বর যাচাই করল, এসব প্রশ্ন ঘিরেই নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে।
তবে টেক বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এসব অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি, তাই উধাও হয়ে যাওয়া ‘ব্লু টিক’ স্বয়ংক্রিয়ভাবেই ফিরে এসেছে। আর টুইটার যেহেতু কেন্দ্রীয়ভাবে ভেরিফিকেশনের বার্তা দিচ্ছে, তাই এসব অ্যাকাউন্টগুলোতেও সেই একই বার্তা দেখা যাচ্ছে।
/ফিরোজ/