ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেফাক পুনর্গঠনের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেফাক পুনর্গঠনের দাবি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর বৃহত্তম বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে (বেফাক) শৃঙ্খলা ফেরাতে না পারলে তা পুনর্গঠন করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘দেশের কওমি মাদরাসাগুলোর সর্ববৃহৎ ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছেন। এতে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। ক্ষুণ্ন হচ্ছে বেফাকের ভাবমূর্তি। এ অবস্থায় দায়িত্বশীলদের উচিত, দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা। যদি তারা সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে বেফাক পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরব, ইনশাআল্লাহ।’

 

 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়