ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পদ্মা সেতু দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৪ জুন ২০২২  
‘পদ্মা সেতু দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক’

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ (ফাইল ফটো)

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, ‘দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটা দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। আত্মমর্যাদাসম্পন্ন বাঙালির গর্বের আরেকটি নতুন সংযোজন পদ্মা সেতু। প্রত্যাশা ও প্রতিজ্ঞার মেলবন্ধন পদ্মা সেতু।’

শুক্রবার (২৪ জুন) বিকে‌লে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত
সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এসব কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর দৃঢ় পদ‌ক্ষেপের কার‌ণে নি‌জে‌দের অর্থে পদ্মা ‌সেতু নির্মাণ সম্ভব হ‌য়ে‌ছে বলে মনে করেন বি‌রোধী দলীয় ‌নেতা। তিনি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বিচক্ষণ নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা ক‌রেছেন।

রওশন এরশাদ বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এত সমস্যা মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সত্যিই প্রশংসার দাবি রাখে। এ সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করবে। বাণিজ্য, আঞ্চলিক যোগ, শিল্প ও কৃষি সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে পদ্মা সেতু।’

পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার এক অনন্য সোপান, উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেছেন, ‘দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। নিঃসন্দেহে এটা আমাদের অনেক বড় অর্জন, অনেক বড় সফলতা এবং অত্যন্ত গৌরবের বিষয়। এই অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ উন্নয়ন এবং অগ্রগতির নতুন যুগে প্রবেশের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ নতুন এক পরিচয়ে পরিচিত। যে পরিচয় সম্মানের, গৌরবের, সফলতার এবং সক্ষমতার। খরস্রোতা পদ্মার বুকে পদ্মা সেতু আজ বাস্তবতা। এটা আমাদের অহংকার।’

রওশন এরশাদ আরও বলেছেন, ‘বহু বিস্ময় ও রেকর্ডের জন্ম দেওয়া সেতুটির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরবে। দক্ষিণাঞ্চলের জনগণ প্রত্যক্ষভাবে এর মাধ্যমে উপকৃত হবে আর পরোক্ষভাবে উপকৃত হবে দেশের মানুষ।’

পদ্মা সেতুর মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের মুকুটে যুক্ত হোক নতুন পালক, এটাই প্রত্যাশা করেন বিরোধী দলীয় নেতা।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়