ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেভাবে পালন করা হবে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ আগস্ট ২০২৪  
যেভাবে পালন করা হবে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন 

বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার জন্মদিন দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালন করার পরিকল্পনা করেছে তার দল।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হবে। শারীরিক নানা জটিলতার কারণে বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

প্রসঙ্গত, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট জয় লাভ করার পর সরকার গঠন করে। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্দি ছিলেন তিনি। সেবার বন্দি অবস্থায় প্রথমবারের মতো জন্মদিন কেটেছে তার। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয় খালেদা জিয়ার।

করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে কয়েক দফায় লিভার সিরোসিস, হার্টের সমস্যাসহ নানা জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, তিনি অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা খালেদা জিয়াকে শারীরিকভাবে ফিট মনে করলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এমএ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়