ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতে শরিকদের নিয়ে বসছেন খালেদা

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ৩০ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে শরিকদের নিয়ে বসছেন খালেদা

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জোটে সৃষ্ট অস্থিরতা প্রশমনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে রাতে বৈঠকে বসছেন জোটটির প্রধান বেগম খালেদা জিয়া। সম্প্রতি জোট থেকে বেশ কয়েকজন নেতা বেরিয়ে যাওয়ার পরে এই প্রথম বৈঠক ডাকলেন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় খালেদা জিয়া বলেছেন, ‘অনেকে বলেছে, জোট ভেঙে যাচ্ছে। আমি বলছি, এই জোট ভাঙবে না। এই জোট শক্তিশালী আছে, শক্তিশালী থাকবে। ২০ দলীয় জোটের নেতারা দেশপ্রেমিক। তারা দালাল ও বেঈমানের সঙ্গে যেতে পারে না। আমি মনে করি, এই দুর্দিনে দেশকে বাঁচাতে জোটের নেতাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে।’

বৈঠক সম্পর্কে জানতে চাইলে জোটের দু’জন নেতা জানিয়েছেন, বৈঠকে ২০ দলে সৃষ্ট অস্থিরতার কারণ সম্পর্কে বিএনপি প্রধানকে সার্বিক বিষয়ে অবহিত করা হবে। কেন এবং কি কারণে জোটের পরিস্থিতিতে বারবার সমস্যা তৈরি হচ্ছে তা নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন বলে মনে করেন ওই দুই নেতা।

তারা বলেন, স্বার্থের কারণে কিছু নেতা জোট থেকে বেরিয়ে গেলেও তাতে জোটে কোনো প্রভাব পড়বে না। তবুও রাজনৈতিক জোটে এসব ঘটনা বিব্রতকর। ভবিষ্যতে এসব ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বৈঠকে সামগ্রিক বিষয় আলোচনা হবে।

গত ২৫ সেপ্টেম্বর ২০ দল থেকে সম্প্রতি বহিষ্কৃত ন্যাশনাল পিপলস পার্টি-এনডিপির (একাংশ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ‘ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হয়। ফ্রন্টের মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০ দল থেকে বেরিয়ে যাওয়া এনডিপির (একাংশ) মহাসচিব আলমগীর মজুমদারকে।

ওই জোটে আছেন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির (শেখ শওকত হোসেন নিলু-চেয়ারম্যান ও আবদুল হাই মন্ডল-স্টিয়ারিং কমিটির সদস্য), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির (আলমগীর মজুমদার-মহাসচিব ও আলীনুর রহমান সাজু-স্টিয়ারিং কমিটির সদস্য), ন্যাপ ভাসানী (শেখ আনোয়ারুল হক ও মো. হাসরত খান ভাসানী-স্টিয়ারিং কমিটির সদস্য), বাংলাদেশ লেবার পার্টি  (মো. সেকেন্দার আলী ও মো: আকতার হোসেন-স্টিয়ারিং কমিটির সদস্য), বাংলাদেশ ইসলামিক পার্টি (এ এ রশিদ ও মো. এনায়েত হোসেন-স্টিয়ারিং কমিটির সদস্য) প্রমুখ।

সম্প্রতি এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা এবং মহাসচিব আলমগীর মজুমদারের পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্য দিয়ে ভেঙে যায় এনডিপি। এর আগে গত ২৪ আগস্ট ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে একটি অংশ ২০ দলীয় জোট ছেড়ে যায়। সে সময়ও এনপিপির চেয়ারম্যানের পদ থেকে শেখ শওকত হোসেন নিলুকে অব্যাহত দেয়ার ঘটনা ঘটে। তারও আগে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপির জোটসঙ্গী দল ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হকও ২০ দলীয় জোট ছেড়ে যান। ওই সময়ে নিলু ও আনোয়ারুল হক জোটে মূল্যায়ন হয় না বলে অভিযোগ তোলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২১০৪/রেজা/দিলারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়