ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিরাজগঞ্জে চারদিনে ৪শ’রও বেশি মানুষকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৯ এপ্রিল ২০২১  
সিরাজগঞ্জে চারদিনে ৪শ’রও বেশি মানুষকে জরিমানা

করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে চারদিনে ৪শ’ জনেরও বেশি মানুষকে প্রায় লাখ টাকা জরিমানা দিতে হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত এই চারদিনে এসব ব্যক্তিকে জরিমানা দিতে হয়।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন । স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মানাতে গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৭৯ জনকে মোট ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় গত ৪ দিনে ৪শ’রও বেশি মানুষের কাছ থেকে জরিমানা আদায় হয়েছে ৯৫ হাজার ৫৮০ টাকা।

অদিত্য রাসেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়