ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় বিপাকে মৌচাষিরা, সহযোগিতার আশ্বাস বিসিকের

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় বিপাকে মৌচাষিরা, সহযোগিতার আশ্বাস বিসিকের

করোনার সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী গণপরিবহন বন্ধ থাকায় মধু সরবরাহ করতে পারছেন না মৌচাষি-মৌয়ালরা। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মৌচাষি-মৌয়ালদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, সারাদেশে বিসিকের ৬টি মৌমাছি পালন কেন্দ্র রয়েছে। দেশে প্রায় ৮ হাজার মৌচাষি রয়েছেন।  প্রতিবছর মার্চ মাসজুড়ে দিনাজপুর, মানিকগঞ্জ, নাটোর, মাগুরা, গাজীপুর, ঠাকুরগাঁও, রংপুরসহ বিভিন্ন জেলায় লিচুবাগানে চাষের মধু সংগ্রহ করেন চাষিরা। তবে, করোনার প্রভাবে উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে মধু উৎপাদন-সংগ্রহ-বিপণনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তারা।

এই প্রসঙ্গে বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নিয়েছেন মানিকগঞ্জের মৌচাষি ছায়েদুর রহমান। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি বাক্স পদ্ধতিতে মৌচাষ করি। এখনই মধু সংগ্রহ করার সময়। কিন্তু করোনার কারণে বিক্রির ব্যবস্থা এখন প্রায় বন্ধ। তাই মধু সংগ্রহ করছি না।’

ছায়েদুর রহমান আরও বলেন, ‘তবে খুলনা, গোপালগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের মৌচাষিদের অবস্থা আরও খারাপ। কারণ, তারা তো মধু সংগ্রহই করতে পারছেন না। সব মিলিয়ে এবার আমরা বড় ধরনের দুশ্চিন্তায় আছি।’

জানতে চাইলে বিসিক আধুনিক পদ্ধতিতে মৌ-চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক খন্দকার আমিনুজ্জামান বলেন, ‘প্রতিবছর ১৫ অক্টোবর থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে  মধু সংগ্রহ করা হয়।  বর্তমানে দেশে ২ হাজার  ৫০০ মৌ-খামার ও ১ লাখ ২০ হাজারের বেশি মৌবাক্স রয়েছে। এসব খামার থেকে প্রতি বছর গড়ে ১০ হাজার মেট্রিক টন মধু উৎপাদিত হয়। ইতোমধ্যে আট হাজার মেট্রিক টন মধু সংগ্রহ করা হয়েছে। এখন সুন্দরবনের মধু সংগ্রহের মৌসুম চলছে। ’

সুন্দরবনে মধু আহরণে কোনো সমস্যা দেখা দিলে মৌয়ালদের বিসিকের খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলা অফিসগুলোতে যোগাযোগ পরামর্শ দিয়েছেন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান (এনডিসি)।মধু সংগ্রহে মৌয়াল ও মৌচাষিদের বিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।


ঢাকা/হাসান/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়