ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নতুন ফিচার নিয়ে এলো টিকটক

প্রকাশিত: ১৮:১৮, ২১ জুলাই ২০২২  
নতুন ফিচার নিয়ে এলো টিকটক

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বেশ কিছু নতুন ফিচার উন্মোচন করেছে। এসব নতুন ফিচার প্ল্যাটফর্মটিতে নানা উপায়ে নতুন সব কনটেন্ট দেখার পাশাপাশি নিজস্ব পছন্দ অনুসারে কনটেন্ট দেখার সুবিধা দেবে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে-  

* পপুলার ফিড: এটি ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য জনপ্রিয় কনটেন্ট দেখার নন-পার্সোনালাইজড ফিড।

* কিওয়ার্ড মিউট: নিজেদের ফিডে নির্দিষ্ট কিওয়ার্ড বা হ্যাশট্যাগ নির্বাচন করে সেসব সম্পর্কিত কনটেন্ট ফিল্টার করা যাবে।

* রিসেট: ‘ফর ইউ’ যদি আপনার পছন্দ না হয় তবে আপনি চাইলে সেটি রিসেট করে নিতে পারবেন নিজের মতো করে। এ ছাড়া রয়েছে ডিসপারসন, যার মাধ্যমে নিজের কনটেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে।

এছাড়া টিকটক ‘ক্ল্যাসিফিকেশন সিস্টেম’ চালু করেছে। এটি এমন একটি সিস্টেম, যা বিভিন্ন এন্টারটেইমেন্ট কোম্পানিকে উপযুক্ত কনটেন্টের দর্শক বাছাই করতে দেবে ব্যবহারকারীদের বয়সভিত্তিতে ।

এই প্রক্রিয়ায় একটি মডারেশনের মধ্য দিয়ে সুরক্ষা নিশ্চিত করে কনটেন্ট নতুন একটি স্তরে যাবে। সেখানে যদি ভিডিওটি বয়স্কদের জন্য উপযুক্ত হয় কিংবা জটিল থিম যুক্ত হয়, উদাহরণস্বরূপ- যদি কোনো ফিকশন দৃশ্য বা অল্প বয়সী দর্শকদের জন্য ভয়ংকর হয় তাহলে সেখানে একটি ম্যাচুরিটির স্কোর চালু করবে। সেখানে ১৮ বছরের নিচের দর্শকদের জন্য সেটি সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে। এর মাধ্যমে টিকটক কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে আরও নিরাপদ করবে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়