ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

আগামীকাল শুক্রবার থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে যারা প্রাণ হারিয়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্মানার্থে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে দুই দলের ক্রিকেটাররা। ম্যাচের আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে।

দাবানলে আক্রান্তদের সাহায্যের জন্য মার্চে তহবিল সংগ্রহের লক্ষ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে সিডনিতে একটি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই ম্যাচ থেকে যে অর্থ আসবে সেটা অস্ট্রেলিয়ার রেড ক্রস ডিজাস্টার রিলিফ অ্যান্ড রিকভারি ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

দাবানলে ইতিমধ্যে তিনজন ফায়ারফাইটারসহ ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন নিউ সাউথ ওয়েলসের। ১৩০০ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ হাজার লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। দাবানলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের অবস্থার আরো অবণতি হচ্ছে। সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।

দাবানলে সৃষ্ট ধোঁয়া সিডনি টেস্টেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধোঁয়ার কারণে দেখতে সমস্যা হলে কিংবা নিঃশ্বাস নিতে সমস্যা হলে খেলা বন্ধ থাকবে। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সিডনির বাতাসের কোয়ালিটি পরিমাপ করবেন। দৃশ্যতার উপরও নজর রাখবেন তিনি।

দাবানলের প্রভাবে সিডনির বেশ কয়েকটি ঘরোয়া ম্যাচে বিঘ্ন ঘটেছে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়