ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যারি কেনের ইনজুরিতে হতাশ মরিনহো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৬, ১১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যারি কেনের ইনজুরিতে হতাশ মরিনহো

প্রিমিয়ার লিগে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে টটেনহাম হটস্পার। প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লিভারপুল। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা লিভারপুলের পয়েন্ট খোয়ানোর সুযোগ নেই। এদিকে তালিকায় সাতে থাকা কোচ হোসে মরিনহোর টটেনহামের লক্ষ্য সেরা চারে থাকা। তাই ঘরের মাঠে জয় দিয়ে রাঙাতে চায় টটেনহাম।

লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে শেষ দুই ম্যাচে হার দেখেনি টটেনহাম। ২০১৭ সালে লিভারপুলকে ৪-১ ব্যবধানে হারানো টটেনহাম পরের ম্যাচে ২-২ গোলের ড্র করে। তবে দলটির জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে এনেছে অধিনায়ক হ্যারি কেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর কেনের ইনজুরি হতাশ করে দিচ্ছে দলটির কোচ হোসে মরিনহোকে।

টটেনহামে যোগ দেয়ার পর মরিনহোর অধীনে মোট ১২ ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে শেষ ৩ ম্যাচে টানা জয়সহ মোট ৬টিতে জেতে দলটি। প্রতিটি ম্যাচে দরকে নেতৃত্ব দিয়েছেন কেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ২৭ গোল করেছেন কেন। লিভারপুলের ম্যাচে এই ফরোয়ার্ডকে না পাওয়ার বিষয়ে মরিনহো বলেন, ‘টটেনহামে এমন কোনো ফুটবলার নেই যে কিনা হ্যারি কেনকে বদলি করতে পারে।’

হ্যারি কেনের বিষয়ে বেশি কথা বললে হতাশা ঘিরে ধরে মরিনহোকে। এজন্য সাংবাদিকদের উদ্দেশ্যে করে হাসির কথা বলতে অনুরোধ করেন মরিনহো। ৫৬ বছর বয়সী এই পর্তুগিজ কোচ বলেন, ‘যদি আমি কেনের বিষয়ে বেশি কথা বলি তবে আমি হতাশ হয়ে পড়বো। উত্তর দিতে ইচ্ছে করবে না। তখন আপনারা বলবেন আমি কথা বলাতে কৃপণ। এর থেকে ভালো, আপনারা এমন কথা বলেন যার জন্য আমার হাসি আসে।’

দলে হ্যারি কেনের প্রয়োজনীয়তা বুঝাতে এই কোচ আরো বলেন, ‘সাধারণত হ্যারি কেন দলে থাকলে আমরা সমর্থকদের যে খেলা উপহার দিতে পারি। কেন ফেরা পর্যন্ত সেটা দেয়া সম্ভব হবে না।’ হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এপ্রিলে দলের সঙ্গে যোগ দিবেন কেন। এর মাঝে ১৩টি ম্যাচ মিস করবেন এই ইংলিশ অধিনায়ক। যার প্রথমটি আজ রাত ১১:৩০ মিনিটে লিভারপুলের বিপক্ষে।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়