ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপের পুরুষ বিভাগের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৯:৪৭, ২৪ ডিসেম্বর ২০২১
এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপের পুরুষ বিভাগের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ

ছবি: আব্দুল হান্নান

‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন নারী ভলিবল প্রতিযোগিতা-২০২১’ এ আজ শুক্রবার নারী ও পুরুষ উভয় বিভাগে মাঠে নামে বাংলাদেশ। মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ জয় পেয়েছে। অন্যদিকে হার মেনেছে নারী বিভাগের খেলায়।

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মালদ্বীপকে ৩-০ সেটে (২৫-১৪, ২৫-১৯, ২৫-২২) হারিয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন হরষিত বিশ্বাস। এর আগে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছিল বাংলাদেশ।

আজ ম্যাচ শেষে অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘আমরা দুই ম্যাচ জিতেছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। টানা দুই জয়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মালদ্বীপের বিপক্ষে তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ, এই সেটে কোচ নতুন কিছু খেলোয়াড়কে পরখ করেছেন, কেননা আমাদের পরের ম্যাচ (রোববার) শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। ওরা অনেক শক্তিশালী দল; গত এসএ গেমসে আমরা ওদের বিপক্ষে মাত্র একটা সেট জিততে পেরেছিলাম। এবার যেহেতু আমাদের নিজেদের মাঠে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে এবার আমাদের জয়টা দরকার।’

এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এ শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এদিন উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হার মানে মেয়েরা। উদ্বোধনী ম্যাচে তারা কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল। আগামীকাল শনিবার সকালে তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে মেয়েরা।

এবারের এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশগ্রহণ করছে। পুরুষ বিভাগের দল- উজবেকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। মেয়েদের বিভাগের দল- নেপাল, শ্রীলংকা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

নারী ও পুরুষ উভয় বিভাগেই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়