ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

গাজায় হত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি সালাহর আহ্বান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২০ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:০১, ২০ অক্টোবর ২০২৩
গাজায় হত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি সালাহর আহ্বান

ইসরায়েল ও ফিলিস্তানের মধ্যকার চলমান সংঘাত থামার কোনো লক্ষণ নেই। দিনদিন বেড়েই চলছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। এই সংঘাতে ফিলিস্তানের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক তারকা। এবার গাজায় হত্যা বন্ধে বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘এরকম সময়ে কথা বলা সহজ নয়, অনেক বেশি সহিংসতা এবং খুব বেশি হৃদয়বিদারক বর্বরতা চলছে। প্রতিটি জীবনই মূল্যবান এবং সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত।’

এই হত্যাকাণ্ড বন্ধ করা দরকার জানিয়ে সালাহ বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করা দরকার। পরিবারগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। পরিষ্কার বার্তা হলো, গাজায় অবিলম্বে মানবিক সাহায্যের অনুমতি দিতে হবে। সেখানকার মানুষ ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে।’

বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে সালাহ বলেন, ‘গত রাতে হাসপাতালের দৃশ্যগুলো ভয়ঙ্কর ছিল। গাজার জনগণের জরুরিভাবে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রয়োজন। নিরীহ মানুষের হত্যা বন্ধে আমি বিশ্ব নেতৃত্ববৃন্দকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে।’

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অংশে ঢুকে হামলা করে। তাদের এই হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়াও দেড় থেকে দুইশ ইসরায়েলিকে ধরে নিয়ে জিম্মি করে হামাস যোদ্ধারা।

হামাসের এই হামলার পাল্টা জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। তাতে গত ১২ দিনে তিন হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ দিয়েছেন। আহত হয়েছে অন্তত সাড়ে ১২ হাজার মানুষ। তাতে গাজার পরিস্থিতি হয়ে উঠেছে আগের চেয়েও ভয়াবহ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়