ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নিক লি’র জায়গায় নাথান কেইলি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১২ মার্চ ২০২৪  
নিক লি’র জায়গায় নাথান কেইলি

বাংলাদেশ জাতীয় দলের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কেইলি। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই পজিশনে দায়িত্ব পালন করেছিলেন নিকোলাস ট্রেভর লি। ২০২০ সালে তিন বছরের চুক্তিতে নিক লি বিসিবি’র সঙ্গে যুক্ত হয়েছিলেন। নতুন করে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।

আগামী ১৫ এপ্রিল নাথান কেইলি কাজ শুরু করবেন। ফলে শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অ্যাভেইলেভেল থাকবেন এই অস্ট্রেলিয়ান কোচ।

পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করা কেইলি অস্ট্রেলিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং অ্যাসোসিয়েশনের লেভেল-২ সার্টিফিকেটধারী। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ছিলেন। ঐ সময় নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।

নিউ সাউথ ওয়েলসের আরও বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন নাথান। যেখানে এনএসডব্লিউ পাথওয়েস, এনএসডব্লিউ ব্লু এবং নারী বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচও ছিলেন।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়