হেডের সাফল্যের রহস্য ‘ঠান্ডা মাথা’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে টি-টোয়েন্টির খোলসটাই পাল্টে দিচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড। প্রতি ম্যাচেই নির্দয় তাণ্ডব চালাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। তার এই সাফল্যের রহস্য কি? উত্তরটা দিলেন হেড নিজেই। জানালেন, খেলাটাকে সহজ করে দেখেন বলেই সাফল্যে এসে ধরা দেয়।
শনিবার (২০ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ডবুক তোলপাড় করে ফেলেন হেড। । নিজের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে করেন ১৮ বলে ফিফটির পর খেলেন ২৪ বলে ৬২ রানের ইনিংস। এরপর বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে ফিফটির পর করেন ৩৯ বলে সেঞ্চুরি। গতকালও দিল্লির বিপক্ষে ১৬ বলে ফিফটির পর ৩২ বলে করেন ৮৯।
এমন ব্যাটিংয়ে ম্যাচসেরাও হয়েছেন এই অজি তারকা। পুরস্কার নিতে এসে জানালেন তার এমন খুনে ব্যাটিংয়ের পেছনে কারণ। হেড বলেছেন, ‘এটা খুবই ভালো যে আমরা ভালো সময় কাটাচ্ছি। আমি মাথা ঠান্ডা রেখে বল মারার চেষ্টা করেছি। বিষয়গুলো সহজভাবে দেখা, বলের ধরণ অনুযায়ী বুঝে খেলাটাই এখানে জরুরি। ছন্দ ধরে রাখতে পেরে আমি সন্তুষ্ট।’
এবারের আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন হেড। তাতে ৫৪ গড়ে এবং ২১৬ স্ট্রাইক রেটে করেছেন ৩২৪ রান। শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এই ধারাটা ধরে রাখতে চান জানিয়ে হেড আরও বলেছেন, ‘দুই বছর কঠোর পরিশ্রমের পর সফলতা আসছে। টি-টোয়েন্টিতে ওপরের দিকে ব্যাট করতে পেরেও ভালো লাগছে।’
ঢাকা/বিজয়