ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা

নবম রাউন্ডে আলোকে হারিয়ে এককভাবে শীর্ষে নোশিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৮ মে ২০২৪  
নবম রাউন্ডে আলোকে হারিয়ে এককভাবে শীর্ষে নোশিন

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০২৪।’ মঙ্গলবার (২৮ মে) বিকেল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এই প্রতিযোগিতার নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

নবম রাউন্ডের খেলা শেষে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা, বাংলাদেশ পুলিশ, কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও নড়াইলের নীলাভা চৌধুরী যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

নবম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসকে হারান। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে পরাজিত করেন।

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা গোপালগঞ্জের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবাকে পরাজিত করেন। নড়াইলের নীলাভা চৌধুরী তাবাসসুম সাদিয়া শাহজাহানকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন।

দশম রাউন্ডের খেলা বুধবার বিকেল ৩টা থেকে একই স্থানে শুরু হবে। 
  
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১দিন ব্যাপী রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতা চলবে ৩০ মে পর্যন্ত। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়