ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের জন্য ‘হোয়াইট হাউজের’ শুভকামনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ জুন ২০২৪   আপডেট: ১৫:৫৮, ১৯ জুন ২০২৪
যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের জন্য ‘হোয়াইট হাউজের’ শুভকামনা

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই সুপার এইটে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা ও পাকিস্তানকে হারানোর পর আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে তারা। ক্রিকেট দলের এমন সাফল্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেটপ্রেমীরা যারপরনাই আনন্দিত। এই সাফল্য ছুঁয়ে গেছে হোয়াইট হাউজকেও। তাইতো হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজর জন কিরবি অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ইউএসএ ক্রিকেট দলকে।

তিনি বলেছেন, ‘ক্রিকেট দলকে অভিনন্দন। তারা এখন সুপার এইটে। এই সাফল্যে আমরা সবাই তাদের অভিনন্দন জানাই।  এটা বিরাট কিছু এবং আমরা তাদের শুভ কামনা জানাচ্ছি, তাদের পাশে আছি।’

আরো পড়ুন:

জন কিরবিকে ধন্যবাদ জানিয়ে তার শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

আজ বুধবার (১৯ জুন, ২০২৪) থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সুপার এইট পর্ব। রাতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা। এরপর শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও রোববার শেষ ম্যাচে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়