ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিরোপা জেতার পর ‘পিচের মাটি’ খাওয়ার রহস্য জানালেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১৪, ২ জুলাই ২০২৪
শিরোপা জেতার পর ‘পিচের মাটি’ খাওয়ার রহস্য জানালেন রোহিত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর রোহিত শর্মা নানারকম উদযাপন করেছিলেন। একটা সময় বার্বাডোজের পিচের মাটিও খেয়েছিলেন। দেশে ফিরে তিনি শিরোপা জিতে পিচের মাটি খাওয়ার বিষয়টি জানিয়েছেন।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রকাশিত এক ভিডিওতে তিনি সে বিষয়ে কথা বলেন, ‘আসলে আমি ওই মুহূর্তের মধ্যে ডুবে গিয়েছিলাম। শিরোপা জয়ের মুহূর্তটা পরিপূর্ণভাবে উপভোগ করছিলাম। যখন আমি পিচে যাই তখন ভাবছিলাম এই পিচ আমাদের শিরোপা দিয়েছে। আমরা এই পিচে খেলেছিলাম এবং ম্যাচটি জিতেছিলাম। সেই নির্দিষ্ট মাঠ ও পিচে। এই মাঠকে আমি আজীবন মনে রাখবো এবং পিচকেও।’

আরো পড়ুন:

‘তাই ফাইনাল জেতার পর আমি পিচের কিছু অংশ আমার সাথে নিয়ে আসতে চেয়েছিলাম। সে কারণেই মাটি খেয়েছিলাম। আর অবশ্যই ওই মুহূর্তটা ছিল খুউব-খুউব স্পেশাল। সেটা এমনই একটি জায়গা যেখানে আমাদের সব স্বপ্ন সত্যি হয়েছে। আমি সেই পিচের কিছু অংশ ধারণ করতে চেয়েছিলাম। মাটি খাওয়ার পেছনে এই অনুভূতিটাই কাজ করেছিল আমার মধ্যে।’

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়