ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

রিয়ালে আরো এক বছর মড্রিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ০৮:২৩, ১৮ জুলাই ২০২৪
রিয়ালে আরো এক বছর মড্রিচ

৩৮ বছর বয়সী লুকা মড্রিচের সঙ্গে আরো এক বছরের চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ইউরোপের শীর্ষ ক্লাবটিতে থাকছেন ক্রোয়েশিয়ার মহাতারকা। 

বুধবার স্পেনের ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন মড্রিচ। এরপর রিয়াল এক বিবৃতিতে মড্রিচের থাকার বিষয়টি নিশ্চিত করে, ‘আমরা আমাদের (নতুন) অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছি। তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকছেন।’ 

গত মৌসুমে রিয়ালের জার্সিতে খুব বেশি সময় খেলার সুযোগ পাননি মড্রিচ। কিন্তু কার্লো আনচেলত্তি বদলি খেলোয়াড় হিসেবে তাকে যখনই মাঠে নামিয়েছেন তখনই নিজের উপযোগিতা দেখিয়েছেন। লা লিগা পুনরুদ্ধার, চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান রয়েছে অভিজ্ঞ মিড ফিল্ডারের। তাইতো রিয়াল ও মড্রিচ জুটির মেয়াদ বাড়লো আরো এক বছর। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মড্রিচ লিখেছেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পেরে আনন্দিত।’ এক যুগ এই ক্লাবে কাটিয়ে ক্যারিয়ারের সব অর্জন করেছেন মড্রিচ। ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা জিতেছেন। ২০১৮ সালে মেসি ও রোনালদোর স্বর্ণযুদের সময়ে তাদের টপকে মড্রিচ জিতেছিলেন ব্যালন ডি’অরও। সবমিলিয়ে ২৬ ট্রফি রয়েছে তার ব্যক্তিগত শোকেসেই।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়