ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৪
কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগিয়ে বিতণ্ডায় জড়িয়েছিলেন কোহলি। তখনই ধারনা করা হচ্ছিল জরিমানা তো বটেই নিষিদ্ধও হতে পারেন ভারতের সাবেক অধিনায়ক। তবে অল্পতেই পার পেয়ে গেছেন কোহলি। কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগার কারণে তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম দিন দশম ওভার শেষে স্যাম কনস্টাস নন স্ট্রাইকিং প্রান্তের দিকে হেঁটে যাচ্ছিলেন। অন্যদিকে কোহলি কোণাকোনি এসে কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগান। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। আম্পায়ার ও উসমান খাজা এসে তাদের নিবৃত করেন।

আরো পড়ুন:

তখনই ধারাভাষ্য কক্ষ থেকে রিকি পন্টিং বলছিলেন কোহলি যেটা করেছেন সেটা আম্পায়াররা দেখেছেন। এটার জন্য তাকে নিশ্চয়ই বেশ কিছু প্রশ্নের জবাব দিতে হবে।

দিনের খেলা শেষে কোহলিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। সেখানে তাকে জেরা করার পর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। কোহলি এটা মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

কোহলি যে ধরনের অপরাধ করেছেন সেটার সর্বনিম্ন শাস্তি হলো ভৎসনা বা তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়