ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৮:০৪, ৩০ মার্চ ২০২৫
ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি

ইনজুরি কাটিয়ে ফিরেই ইন্টার মায়ামি হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) রাতে তার গোলে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। আর এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে হেরন্সরা।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করেন। লুইস সুয়ারেজের কাছ থেকে পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তার এই গোলে ভর করে ইন্টার মিয়ামি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল চলতি মৌসুমে মেজর লিগে মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এই মৌসুমে এমএলএস-এ তিনি এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল বা অ্যাসিস্ট করে দলকে সহায়তা করেছেন।

আরো পড়ুন:

তার আগে ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেইলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। টেইলরকে এই গোলে অ্যাসিস্ট করেন বেঞ্জামিন ক্রেমাসচি ও জর্দি আলবা। ম্যাচের ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে একটি গোল শোধ দেন ড্যানিয়েল গাজদাগ। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি তাদের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।  

মেসি কিছুদিন ধরে ঊরুর সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে ইন্টার মায়ামির একটি ম্যাচে এই ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে ইন্টার মায়ামির কোনো ম্যাচ না খেলায় তিনি কেবল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোই মিস করেছেন।  

আগামী শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবে। আর ইন্টার মায়ামি বুধবার (০২ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে এবং পরবর্তী রোববার (০৬ এপ্রিল) টরন্টো এফসির বিপক্ষে এমএলএস ম্যাচে মাঠে নামবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়