ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি প্রেগন্যান্ট, পানি চেয়েও সময়মতো পাইনি: মাহি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ২২:৪০, ১৮ মার্চ ২০২৩
আমি প্রেগন্যান্ট, পানি চেয়েও সময়মতো পাইনি: মাহি

জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘গ্রেপ্তারের পর থেকে পুলিশ নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। আমি প্রেগন্যান্ট বলার পরেও পানি চাইলে প্রায় একঘণ্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যরা খুব মানবিক ছিলেন।’

শনিবার (১৮ মার্চ) কারাগার থেকে বেরিয়ে রাত ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তায় ফেরেশতা রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আরো পড়ুন:

এ সময় মাহিয়া মাহি তার স্বামীর জমি সংক্রান্ত বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তবে ফেসবুক লাইভে দেড় কটি টাকার বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

গণমাধ‌্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে চিত্রনায়িকা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে লাইভ করার বিষয়টি উচিত হয়নি। দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই এমনটা করেছি।’

সেই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, রকিব সরকার (মাহির স্বামী) দেশে আসলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হবে।’

আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহি বলেন, ‘আমি শুধু একজন ব্যক্তির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম) বিরুদ্ধে কথা বলেছি, পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে বলিনি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’

সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে হওয়া দুটি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান মাহি। সংবাদ সম্মেলনে তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: কারাগার থেকে বের হলেন মাহি

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়