কলা বাগানে মিলল শ্রমিকের গলাকাটা মরদেহ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রংপুরের পীরগাছায় কলা বাগান থেকে শের আলী (৪৫) নামের এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শের আলী ওই গ্রামের মৃত মানিক উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জায়, সকালে ব্রাহ্মণীকুণ্ডা বাজারের পূর্ব পাশের একটি কলা বাগানে গলাকাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আমিরুল/কেআই