ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ১৫:২৮, ৩০ মার্চ ২০২৩
সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল (৩৫)। 

রাষ্ট্রপক্ষের কুশলী অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ জানান, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা আবদুল করিম খান (৬০) ও মা মিনারা বেগমকে (৪৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিক হোসেন খান। ঘটনার পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর ধারাবাহিক বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের তারিখ ঘোষণা করেন সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক। সকল সাক্ষ্য প্রমাণে আতিকুর রহমান দোষী সাব্যস্ত হওয়ার আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানাযায়, ২০২০ সালের ২৭ মার্চ সকালে উপজেলার সুনামপুর গ্রামে আবদুল করিম খানের ছেলে আতিক হোসেন খান বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার বাবা করিম খান ও মা মিনারা বেগম বাধা দেন। এ সময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে আতিক হোসেন  উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবা ও মায়ের উপর হামলা করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে আতিক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই করিম খান মারা যান।  পরে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম মৃত্যুবরণ করেন।

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নূর//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়