ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিজার্ভ ডে’ তে গড়ালো আইপিএল ফাইনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১০, ২৯ মে ২০২৩   আপডেট: ০৮:২৬, ২৯ মে ২০২৩
রিজার্ভ ডে’ তে গড়ালো আইপিএল ফাইনাল

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ট্রফি উৎসব কে করবেন? মহেন্দ্র সিং ধোনি নাকি হার্দিক পান্ডিয়া? রোববার ফাইনালের নির্ধারিত দিন শেষেও উত্তর পেলো না দর্শকরা। বৃষ্টির পেটে ভেসে গেছে ফাইনাল। তাতে, কী। রিজার্ভ ডে আছে না? 

সোমবার বাংলাদেশ সময় ৮টায় ট্রফির লড়াইয়ে নামবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। যেটি গতকাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি। গড়ালো রিজার্ভ ডেতে। 

আরো পড়ুন:

সন্ধ্যা থেকে আহমেদাবাদের বৃষ্টির প্রকোপ চলছিল। মাঝে মাঝে থামলেও আবার শুরু হয়েছে মাঠ প্রস্তুতের আগেই। রাত সাড়ে ১১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।  

রিজার্ভ ডেতে বৃষ্টিতে ভেসে গেলেও পরবর্তীতে আর ম্যাচ হবে না। পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ হবে শিরোপা। তাতে গুজরাট চ্যাম্পিয়ন হয়ে যাবে শীর্ষে থেকে ফাইনালের টিকিট কাটায়। বৃষ্টিতে ভেসে গেলে হাতাছড়া হবে চেন্নাইয়ের পঞ্চম শিরোপা। গুজরাট রেখে দেবে ঘরের ট্রফি ঘরেই। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়