ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

দুই কিস্তিতে বকেয়া

হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৫ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কিস্তিতে বকেয়া

বিশেষ প্রতিবেদক : প্রকাশিত হয়েছে অষ্টম বেতন কাঠামোর গেজেট। মঙ্গলবার গেজেটের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গেজেট প্রকাশ উপলক্ষে অর্থমন্ত্রী বলেন, পে-স্কেলের গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার। বুধবার ১৬ ডিসেম্বর, দেশজুড়ে উদযাপিত হবে বিজয় দিবস।

এদিকে অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর বকেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘আজ (মঙ্গলবার) গেজেট প্রকাশ হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিজীবীরা জানুয়ারিতে নতুন বেতন স্কেলে বেতন তুলতে পারবেন। আর এটা চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে। তবে বকেয়া একসঙ্গে দেওয়া সম্ভব হবে না। দুই কিস্তিতে বকেয়া পরিশোধ করা হবে। আর পুরো এক বছরের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি লাগবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই থেকে নতুন বেতন স্কেলের বকেয়া দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে জুলাই  থেকে আগস্ট মাস পর্যন্ত এবং পরের কিস্তিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া পরিশোধ করা হবে।

 



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৫/হাসনাত/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়