ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আবাহনী-মোহামেডান দ্বৈরথ মিরপুরে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবাহনী-মোহামেডান দ্বৈরথ মিরপুরে

ক্রীড়া ডেস্ক : আবাহনী ও মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাবের নাম। এক সময় এই দুই ক্লাবের নামে দুই ভাগে ভাগ হয়ে দেশের ক্রীড়ামোদি মানুষেরা। সেটা হোক ‍ফুটবল কিংবা ক্রিকেট। আবাহনী-মোহামেডানের দ্বৈরথ নিয়ে মারামারির ঘটনা ঘটত হরহামেশাই। এমনকী প্রাণহানিও হত।

কিন্তু সময়ের বিবর্তনে জৌলুস হারিয়েছে এই দ্বৈরথ। এখন আর সেই আগের মতো উত্তাপ ছড়ায় না। হয় না মারামারি-হাতাহাতির মতো ঘটনা। নব্বইয়ের দশকে নান্নু-বুলবুল, আকরাম-দুর্জয়রা আবাহনী-মোহামেডান দ্বৈরথে যতোটা শিহরিত হতেন এখনকার ক্রিকেটাররা তেমনটা হন না। তারা আর পাঁচটা ম্যাচের মতোই দেখেন আবাহনী-মোহামেডানের দ্বৈরথকে। তবে ক্লাব দুটির নামেই যে এখনো ঝাঝ রয়েছে। তাইতো খাঁ খাঁ গ্যালারি এখনো কিছুটা হলেও প্রাণ ফিরে পায় মোহামেডান-আবাহনীর ম্যাচে। জড়ো হয় হাজার খানেক দর্শক। এখনো ক্রীড়ামোদি মানুষেরা আবাহনী-মোহামেডান দ্বৈরথের ফল জানতে চোখ-কান খোলা রাখে।

আগামীকাল সোমবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে আজ রোববার একাডেমি মাঠে অনুশীলন করে আবাহনীর খেলোয়াড়রা। সেখানে মোহামেডান-আবাহনীর দ্বৈরথ নিয়ে আকাশী-নীল জার্সিধারীদের হয়ে খেলা মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমি যখন প্রথম বছর প্রিমিয়ার লিগ খেলি তখন মনে হয়েছিল আবাহনী-মোহামেডান ম্যাচ অনেক বেশি উত্তেজনার। এবার নিয়ে আমি ৫ বছর প্রিমিয়ার লিগ খেলছি। আমার কাছে এখন বিষয়টা অনেকটা নরমালের মতো। আগের পাঁচটা ম্যাচের মতো এটাও একটা ম্যাচ। আগেও যেভাবে অনুশীলন করেছি যেভাবে খেলে আসছি প্রস্তুতি ঠিক ওরকমই। মোহামেডানের সাথে খেলা, অনেক কিছু করতে হবে ওরকম কিছু না। আমাদের সেরাটা খেলতে পারলে আমরা এখান থেকে বের হয়ে যাব।’

চলমান লিগে আগের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে আবাহনী। আর মোহামেডান জিতেছে তিনটিতে। ঐতিহ্যবাহী দ্বৈরথে আবাহনীকেই এগিয়ে রাখছেন মোসাদ্দেক, ‘সব টিমই ভালো। আমাদের টিমটা একটু বেশিই ভালো, আমার কাছে মনে হয়। কাগজে-কলমে বা আমাদের টিমে যে নামগুলো আছে, নামের উপর যে রেপুটেশন আছে সেটা অনুযায়ী যদি খেলতে পারি টিমগুলোর কষ্ট হয়ে যাবে আমাদের সাথে ম্যাচ জেতা।’

জৌলুস হারিয়ে ফেলার বিষয়ে মোসাদ্দেকও একমত। আগের মতো এখন আর দর্শক হয় না- এমন কথা বলতে দ্বিধা করেননি আবাহনীর এই অলরাউন্ডার, ‘আবাহনী-মোহামেডান দুই টিমেরই ভাল দর্শক আছে। মাঠে খুব ভাল দর্শক হয়। আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। ঐতিহ্যটা ছিল সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি কিনা সেটা দেখার বিষয়। হয়ত মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। যার যার কাজ নিয়ে। তারা আসলে ভালো লাগে। আবাহনী-মোহামেডান ম্যাচ হচ্ছে। দুটি দলই বড় নাম। সবাই চিন্তা করে একটা ভালো খেলা হবে। আমাদের কাজটা দর্শক নিয়ে না। আমাদের খেলাতেই ফোকাস করা ভালো।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়