ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সেই বস্তুটি বোমা নয়, ফলস ককটেল

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই বস্তুটি বোমা নয়, ফলস ককটেল

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে থাকা বোমাসদৃশ বস্তুটি আসলে বোমা নয়, ফলস ককটেল।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে এটি হালকা শব্দে বিস্ফোরিত হয়।

সকালে কসটেপে মোড়ানো ওই বস্তুটিকে ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ বোমাসদৃশ বস্তুর আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখে। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে এটি ‘ফলস ককটল’ বলে চিহ্নিত করে সড়কে বৃষ্টির মধ্যে রাখেন। পরে এটির ওপর বালু রাখা হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে হালকা শব্দে সেটি বিস্ফোরিত হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সাল মাহমুদ (উত্তর) বলেন, এটা কোনো বোমা ছিল না, ফলস ককটেল ছিল। এটা ফাটলে শুধু শব্দ হয়।

এর আগে সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এনামূল হক জানিয়েছিলেন, শাহী ঈদগাহে ‘এনাম এন্টারপ্রাইজ’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আজ সকালে দোকান খুলতে এসে শাটারের সামনে কালো কসটেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।




রাইজিংবিডি/সিলেট/৩০ মার্চ ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়