ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরগুনার আমতলী উপজেলায় এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মঙ্গলবার দুপুরে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত আকলিমা বেগম উপজেলার উত্তর গাজীপুর বন্দরের শাহজাহান মুসুল্লীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে আকলিমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন স্বামী শাহজাহান মুসুল্লী। এতে আকলিমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আকলিমা মারা যায়। ঘটনার পরপর লাশ রেখে পালিয়ে যান শাহজাহান মুসুল্লী।

নিহত আকলিমার বাবা তাজেল আলী খান বলেন, ‘‘সাত বছর পূর্বে শাহজাহান মুসুল্লী আমার মেয়েকে অনেকটা জোর করে বিয়ে করে। বিয়ের পর থেকে মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। সাত বছরে একদিনও আকলিমাকে আমার বাড়িতে আসতে দেয়নি। যখনই মেয়েকে আনতে যেতাম, তখন যৌতুক দাবি করত।’’

তিনি বলেন, যৌতুক ও মেয়েকে তার বাসায় নেওয়ার জন্য বহুবার সালিশ হয়েছে কিন্তু সমাধান হয়নি। তাজেল আলী খান, ‘‘আমার মেয়েকে শাহজাহান মুসুল্লী পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’’

আমতলী থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা নেওয়া হবে। পলাতক শাহজাহানকে খুজে বের করার চেষ্টা চলছে।  



রাইজিংবিডি/বরিশাল/১৭ অক্টোবর ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়