ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩টি বাঘের বাচ্চার জন্ম

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩টি বাঘের বাচ্চার জন্ম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা বাঘিনি তিনটি শাবক প্রসব করেছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে বাঘিনি এই তিনটি বাচ্চা প্রসব করে। তিনটি শাবক নিয়ে এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা পাঁচে উন্নীত হলো।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে একজোড়া বাঘ ও বাঘিনি আমদানি করা হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘চিড়িয়াখানায় এখন খুশির বন্যা বইছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা এক জোড়া বাঘ ও বাঘিনি এখন তিনটি শাবকের পিতা-মাতা।’

তিনি জানান, ২০১৬ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩৩ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি বাঘ আমদানি করা হয়। এই সময় বাঘটির বয়স ছিল ১১ মাস আর বাঘিনির বয়স নয় মাস। মাত্র দুই বছরের মধ্যে এই বাঘ দম্পতি তিনটি বাচ্চা জন্ম দিল।

এদিকে, চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবকের জন্ম হওয়ায় এদের দেখতে শুক্রবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ জুলাই ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়