ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের উৎসব করতে চান মেহেদী হাসান মিরাজরা

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : ২০০৯ সালে সবশেষ দেশের বাইরে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বাংলাদেশ হারিয়েছিল ৪-১ ব্যবধানে। দেশের বাইরে বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ জয়ের হাতছানি।

ডাম্বুলায় শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। একই মাঠে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজও জিতে নেবে বাংলাদেশ। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও ওয়ানডে দলের নতুন ‘ট্রাম্পকার্ড’ মেহেদী হাসান মিরাজ জানালেন, দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারতে চান তারা।

আগের দিন ম্যাচ শেষে সিরিজ জয়কে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। এখনো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতেনি বাংলাদেশ। লঙ্কার বিপক্ষে রেকর্ড সমৃদ্ধ করার সুবর্ণ সুযোগ মাশরাফিদের। তামিমের ভাষ্য, ‘ওয়ানডে সিরিজ আমাদের জন্য গুরুত্বপূ্র্ণ। আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি, আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব।  আমরা সিরিজ জিততে পারলে বিশাল অর্জন হবে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারলে অবশ্যই ভালো কিছু হবে।’

দ্বিতীয় ম্যাচে সিরিজ জিততে চান তামিম ইকবাল। সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে কলম্বোয় যাওয়ার প্রত্যয় টেস্ট সহ-অধিনায়কের। তবে এজন্য কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। তা সাফ জানিয়ে দিলেন তামিম। তার ভাষ্য, ‘আমরা মাঠে গিয়েই সিরিজ জিতে যাব, এমনটা প্রত্যাশা করা কঠিন। আমাদেরকে আজকের (শনিবার) ম্যাচের থেকেও বেশি পরিশ্রম করতে হবে। ওরা এমনিতেই প্রথম ম্যাচে হেরে গেছে। স্বাগতিক দল হিসেবে ওরা চাইবে যেকোনো মূল্যে সিরিজে ফিরে আসতে।’

দলের তরুণ তুর্কী মিরাজও তামিমের সুরে সুর মিলিয়েছেন। রোববার মিরাজ বলেছেন, ‘যদি কোনো ভুল না হয়, তাহলে আশা করছি আমরা দ্বিতীয় ম্যাচে সিরিজ জিততে পারব। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করব। আমাদের মূল প্রত্যাশা দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করা।’



রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৬ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়