ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:১৬, ২৬ এপ্রিল ২০২৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

হামানিয়া প্রধান বাবু

দুবাইয়ে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার সময় ট্রলির চাপায় হামানিয়া প্রধান বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) শহরের দারাইয়া এলাকায় মারা যান তিনি।

মারা যাওয়া বাবু চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে। তিনি বিতারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান বাবু। 

আরো পড়ুন:

কচুয়ার বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক শিকদার বলেন, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে নিহতের পরিবারের পাশে রয়েছি।

বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির মজুমদার বলেন, বাবুর মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

বাবুর ভাই মো. দাখেল প্রধান বলেন, ভাইয়ের লাশ দেশে আনার অপেক্ষায় রয়েছি আমরা।

অমরেশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়