ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৬ এপ্রিল ২০২৪  
নোয়াখালীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নোয়াখালীতে ইয়াবাসহ নাজমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাজমা আক্তার নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ার নুর নবীর স্ত্রী। এর আগে, গতকাল মাষ্টার পাড়ার সিরাজ মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নাজমা নোয়াখালী পৌরসভার মাষ্টার পাড়ার সিরাজ মঞ্জিলে ভাড়া থাকতেন। ভাড়া বাসায় থেকে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়