ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লজ্জার রেকর্ডের সামনে আফগানিস্তান

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লজ্জার রেকর্ডের সামনে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ টি ম্যাচ খেলে সবকয়টিতে হেরেছে আফগানিস্তান। পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান একদম তলানিতে। এরই মধ্যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। আফগানরা ছয় ম্যাচে জয়ের সবচেয়ে কাছাকাছি এসেছিল তাদের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে। কিন্তু মোহাম্মদ শামির হ্যাট্রিকে ১১ রানে হার মানতে হয় তাদের। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলা উপহার দিয়েছে গুলবদিনের দল।

কিন্তু শেষ পর্যন্ত কোন ম্যাচেই জয়ের দেখা না পাওয়ায় এক অনাকাঙ্খিত লজ্জ্বার রেকর্ডের সামনে দাঁড়িয়ে আফগানিস্তান। আজ বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলে জিম্বাবুয়ের এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি হারের রেকর্ডে ভাগ বসাবে তারা।এবারের বিশ্বকাপের মতই ফরম্যাটে হওয়া ১৯৯২ বিশ্বকাপে সেবার গ্রুপ পর্বের ৮ ম্যাচের প্রথম ৭ টিতেই হেরে গিয়েছিল জিম্বাবুয়ে। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের একমাত্র জয় পায় অ্যান্ডি ফ্লাওয়ারের দল।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ম্যাচ মোট ৯ টি করে। তাই আজ সহ সামনের কোন ম্যাচ জিততে না পারলে জিম্বাবুয়ের রেকর্ড ভেঙ্গে লজ্জ্বার আসনে বসতে হবে আফগানদের।

দেখার বিষয় এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড এড়াতে পারেন কিনা নবী, রশিদ খানরা!

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়