ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কয়েক লাখ ফলোয়ার হারিয়েছেন তারকারা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কয়েক লাখ ফলোয়ার হারিয়েছেন তারকারা

কেটি পেরি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার তাদের প্লাটফর্ম থেকে ভুয়া বা ফেক অ্যাকাউন্ট (যা বট হিসেবে পরিচিত) বাতিল কার্যক্রম শুরু করেছে, ফলে চলতি সপ্তাহে অ্যাকাউন্টের পরিমাণ ব্যাপক হারে কমেছে।

রাজনীতিবিদ এবং তারকাদের মতো জনপ্রিয় টুইটার অ্যাকাউন্টগুলোর ফলোয়ারের সংখ্যায় ব্যাপক ধস নেমেছে। উদাহরণস্বরূপ, জাস্টিন বিবারের অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা কমেছে ২.৬ মিলিয়ন, কেটি পেরির ফলোয়ারের সংখ্যা কমেছে ২.৮ মিলিয়ন।

টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা কমেছে ৭.৭ মিলিয়নেরও বেশি। ফেক অ্যাকাউন্ট বাতিল করার কারণেই জনপ্রিয় টুইটার অ্যাকাউন্টগুলো থেকে ফলোয়ারের সংখ্যা ব্যাপক পরিমাণে কমছে।

টুইটার মুখপাত্র বিজয়া গাঁড়ে এক ব্লগপোস্টে জানান, ‘ফলোয়ার সংখ্যা একটি দৃশ্যমান ফিচার। তাই আমরা চাই সকলে যেন তাদের ফলোয়ার সংখ্যায় আস্থা রাখতে পারে যে, ফলোয়াররা প্রকৃত এবং সংখ্যাটি সঠিক।’

টুইটার কর্তৃপক্ষের মতে, বেশিরভাগ নিয়মিত টুইটার ব্যবহারকারীরা তাদের ফলোয়ারের সংখ্যায় বড় পার্থক্য দেখতে পাবে না, কারণ প্রশিক্ষিত বটগুলোর পরিমাণ সম্ভবত কম থাকবে তাদের।

তারকাদের অ্যাকাউন্টগুলোর ফলোয়ারের সংখ্যা বেশ প্রভাবিত হবে। বিজয়া বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, কারো কারো জন্য বিষয়টি কঠিন হতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি যে, নির্ভুলতা এবং স্বচ্ছতা টুইটার ব্যবহারকারীদের আরো বিশ্বস্ত পরিষেবা দেবে।’

তিনি আরো বলেন, ‘অ্যাকাউন্টের স্বচ্ছ্বতা নিয়ে চলমান কাজ আমাদের পরিষেবাগুলোর সমস্ত দিককে অন্তর্ভুক্ত করেছে। নতুন আপডেটে ফলোয়ারদের ওপর নজর দেওয়া হয়েছে, কারণ টুইটারে সর্বাধিক দেখা হয় এমন একটি ফিচার হচ্ছে, ফলোয়ার। যা অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতার সঙ্গে সম্পর্কিত।’

তারকাদের যে পরিমাণ ফলোয়ার কমেছে
ফেক অ্যাকাউন্ট বাতিলের ফলে সবচেয়ে বেশি ফলোয়ার কমেছে যে ১০ অ্যাকাউন্টের

১. কেটি পেরি : ২.৮ মিলিয়ন

২. জাস্টিন বিবার : ২.৬ মিলিয়ন

৩. লেডি গাগা : ২.৫ মিলিয়ন

৪. টেইলর সুইফট: ২.৩ মিলিয়ন

৫. বারাক ওবামা : ২.৩ মিলিয়ন

৬. রিয়ানা : ২.২ মিলিয়ন

৭. ব্রিটনি স্পিয়ার্স : ২ মিলিয়ন

৮. জাস্টিন টিম্বারলেক : ১.৮ মিলিয়ন

৯. কিম কার্দাশিয়ান : ১.৭ মিলিয়ন

১০. ওপরাহ উইনফ্রে : ১.৪ মিলিয়ন

তথ্যসূত্র : মিরর



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়