ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

গুলশানের ৮০০০ টেলিফোন নম্বর পরির্বতন হচ্ছে

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৯ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুলশানের ৮০০০ টেলিফোন নম্বর পরির্বতন হচ্ছে

বিটিসিএলর লোগো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৮১’ গ্রুপের পুরাতন প্রায়  আট হাজার টেলিফোন নম্বর আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আট ডিজিটের নম্বরে পরিবর্তন করা হচ্ছে।

 

মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে নম্বরসমূহ পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। টেলিফোন নম্বরের পুরাতন ডিজিটসমূহ সব ঠিক থাকবে, শুধু নম্বরের শুরুতে অতিরিক্ত একটি ডিজিট ‘৫’ যোগ করতে হবে।

 

উদাহরণ স্বরূপ- ৮৮১০০০০ ডিজিটের নম্বর হবে ৫৮৮১০০০০।

 

পুরাতন নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের  ওয়েব সাইট- www.btcl.gov.bd তে পাওয়া যাবে।  

 

টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে গ্রাহককে অফিস চলাকালীন ৯৮৫৩৩৮৮ ও ৯৮৮৭৪৮৮ নম্বরে ফোন করে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিটিসিএল কতৃপক্ষ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৪/কামাল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়