ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষককে কান ধরে উঠ-বস : মাউশির তদন্ত শুরু

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ১৮ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষককে কান ধরে উঠ-বস : মাউশির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করানোর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্ত কমিটি।

 

মঙ্গলবার রাতে উপজেলার কল্যানদী এলাকায় অবস্থিত বিদ্যালয়ে পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. ইফসুফ আলী ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছামাদ। এ সময় তারা তদন্ত কমিটি বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

 

পরে মো. ইফসুফ আলী বলেন, আমরা বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা বলেছি। তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেছি। আমরা প্রশাসনের সঙ্গেও কথা বলবো।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৮ মে ২০১৮/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়