ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কর্তৃপক্ষের উদাসীনতায় ফটকবিহীন শেকৃবি

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্তৃপক্ষের উদাসীনতায় ফটকবিহীন শেকৃবি

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর হলেও এখনো নির্মাণ করা হয়নি প্রধান ফটক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ হলেও শুরু হচ্ছে না ফটক নির্মাণের কাজ। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনো আমরা জানি না যে, আমাদের প্রধান ফটক কোনটি।

জানা গেছে, শিক্ষার্থীদের কাছে কলেজগেট সংলগ্ন গেটটি প্রথম এবং আগাঁরগাও সংলগ্ন গেটটি দ্বিতীয় গেট হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান (নান্নু) রাইজিংবিডিকে বলেন, আমরা ঢাকা শহরে যানবাহনে চলাচল করার সময় কাউকে শেকৃবি ভার্সিটির গেট বললে কেউ চেনে না। তাই কর্তৃপক্ষের যত তাড়াতাড়ি সম্ভব ভার্সিটির গেট নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রৌকশলী রাইজিংবিডিকে বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। আমরা এখনো গেটের ডিজাইনের কাজ শেষ করতে পারিনি। ডিজাইন হয়ে গেলে গেট নির্মাণের কাজ শুরু হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আকাশ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়