ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেকৃবিতে মুজিবনগর দিবস পালিত

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেকৃবিতে মুজিবনগর দিবস পালিত

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।

সোমবার সকাল ১০টায় একাডেমিক ভবনের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, নির্দেশনা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এ ছাড়া কৃষি অনুষদের সেমিনার কক্ষে ঐতিহাসিক মুজিবনগর এবং ‘বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে দেশের গান, রচনা ও কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/আকাশ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়