ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক : এক সময় বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলী রোডে মহিলা সমিতির ‘আইভী রহমান’ অডিটরিয়ামে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আয়োজনে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, 'বর্তমানে দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে পলাতক। এই অবস্থায় দিশেহারা বিএনপি নেতা-কর্মীরা দলে দলে পদত্যাগ করছে। এমন একদিন আসবে, যেদিন বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।'

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, 'দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীরা দলে দলে পদত্যাগ করছে। বিএনপির নেতারা বলছে, সরকারের চাপে পড়ে বিএনপি থেকে নেতা-কর্মীরা দল ছাড়তে বাধ্য হচ্ছে।

আমি বলব, দলে ভেড়ানোর নীতি আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপির দৈন্য দশা থেকে নিজ নিজ উদ্দ্যোগে নেতা-কর্মীরা দলে দলে বের হয়ে আসছে। বিএনপির নেতা-কর্মীরা বুঝতে পেরেছে, বিএনপির অবস্থা মুসলিম লীগের দিকে যাচ্ছে। এই কারণেই দলে দলে বিএনপি নেতা-কর্মীরা পদত্যাগ করছে।'

আলোচনা সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, 'অতিদ্রুত ২১ আগস্ট গ্রেনেড হামলার দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি।'

নির্বাচন বর্জনের মাধ্যমে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, 'একটার পর একটা নির্বাচন বর্জনের মাধ্যমে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের জনগণ বিএনপিকে কোনো ষড়যন্ত্র করে সফল হতে দেবে না। নির্বাচন বর্জনের মাধ্যমে নতুন ষড়যন্ত্র না করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হোন।'

আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিনসহ বক্তারা প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়