ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শৃঙ্খলা আনতে পুলিশ হিমশিম খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শৃঙ্খলা আনতে পুলিশ হিমশিম খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। উন্নয়নমূলক কাজ এবং জনগণের জন্য পুলিশ শত চেষ্টা করেও শৃঙ্খলা আনতে পারছে না। শুক্রবার দুপুরে মগবাজারে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জায়গায় বায়তুল হাসান (রাঃ) জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তারা জনগণকে সচেতন করারও আপ্রাণ চেষ্টা করছে। আবার রাজধানীতে মেট্রো রেলসহ রাস্তাঘাটের অনেক উন্নয়নমূলক কাজ চলছে। এসবের কারণে পুলিশ শত চেষ্টা করেও শৃঙ্খলা আনতে হিমশিম খাচ্ছে। তারপরও চেষ্টা চলছে। যে করেই হোক শৃঙ্খলা আনা হবে। সেক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন জঙ্গি নেই। কেননা, সরকার জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রেখেছে। এ কারণে বিদেশে সুনাম হয়েছে। ভবিষ্যতে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।’

এর আগে মন্ত্রী মগবাজারের নয়াটোলা এলাকায় ৬ তলা বিশিষ্ট বায়তুল হাসান (রাঃ) জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়