ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ৩০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের ১৯ ও ২০তম গ্রেড বিলুপ্তি করতে সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়োগ প্রক্রিয়া চালু হলে ১৯ ও ২০তম গ্রেড বিলুপ্ত হয়ে যাবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে এই চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ে সমর্থন দিয়েছিলেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল।’

তিনি বলেন, ‘সরাসরি নিয়োগ বন্ধ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া এই শ্রেণির কর্মচারীদের জন্য কষ্টদায়ক।’

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ করা, কর্মরতদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া, ৫০ ভাগ পোষ্য কোটা সংরক্ষণ এবং সব সরকারি কর্মচারীদের জন্য পেনশনভাতা আগের মতো চালু রাখা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, প্রধান উপদেষ্টা আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আরকে চৌধুরী রিজন প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৭/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়