ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘প্রধান বিচারপতির পদত্যাগ বিচার বিভাগের অপমান’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধান বিচারপতির পদত্যাগ বিচার বিভাগের অপমান’

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতির পদত্যাগ বিচার বিভাগের অপমান বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তাই এটা অপমানজনক।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, ‘ষোড়শ সংশোধনীর বিষয়টি তো এখনো পর্যন্ত সমাধান হয়নি। আমরা তো ষোড়শ সংশোধনী নিয়ে অভিযোগ করেছি। কিন্তু বিষয়টি সরকারের সমাধান করা উচিত। কিন্তু এই বিষয়টি নিয়ে সরকার যেভাবে সমালোচনার ঝড় তুলেছে এবং প্রধান বিচারপতির সঙ্গে সরকার যেভাবে খারাপ ব্যবহার করেছে, সেটা আমাদের বোধগাম্য নয়।’

তিনি বলেন, ‘এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে বিচার বিভাগের সুনাম বেড়েছে। আমি এই কথাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধান বিচারপতির পদত্যাগের কারণে বিচার বিভাগকে আপমান করা হয়েছে।’

তারেক রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের মতো তারেক রহমান দেশকে ব্যাপকভাবে ভালবাসেন। তিনি সবসময় দেশকে নিয়ে ভাবেন এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, সবসময় সেটা চিন্তা করেন।’

আলোচনা সভায় অপরাজেয় বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, ফরিদা মনি শহিদুল্লাহ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়