ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লক্ষাধিক টুইটার অ্যাকাউন্ট বন্ধ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৬ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষাধিক টুইটার অ্যাকাউন্ট বন্ধ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ১ লাখ ২৫ হাজারের বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে টুইটার কৃর্তপক্ষ। 

 

ওইসব টুইটার অ্যাকাউন্টগুলো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আর সে কারণেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটটি। 

 

এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়েছে। ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত এরকম ১ লাখ ২৫ হাজারের বেশি অ্যাকাউন্ট সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে বন্ধ করা হয়েছে।  

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে টুইটার কর্তৃপক্ষ তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে বলেছে, এ জাতীয় অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে করা রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা আরো বেশি বাড়ানো হয়েছে টুইটারে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়