ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁদাবাজি : ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

উজ্জল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদাবাজি : ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

ছাত্রলীগের লোগো

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে আটক দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার রাতে তাদের বহিষ্কার করা হয়।

 

বহিষ্কৃতরা হলেন- তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সানি। এদের মধ্যে দেলোয়ার দর্শন বিভাগের ও রেজাউল গণিত বিভাগের ছাত্র।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন জানান, রাজধানীর বনানী এলাকায় চাঁদাবাজির অভিযোগে আটক দেলোয়ার ও রেজাউলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার  সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করে পুলিশ।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিনজানান, আটক দেলোয়ার ও রেজাউলের  বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে  চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সে অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

 

তিনি আরো জানান, বনানী পূজামণ্ডবের নাম করে বনানী বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়। পরে ওই প্রতিষ্ঠানের মালিকরা বনানী পূজামণ্ডবের সভাপতিকে বিষয়টি জানান।এ ঘটনায় পূজামণ্ডপের সভাপতি বনানী থানায় অভিযোগ করেন। পরে চাঁদার টাকা নিতে গেলে  তাদের আটক করা হয়।
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/উজ্জল/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়