ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই মেয়রের গাড়িতে জাতীয় পতাকা

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২১ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই মেয়রের গাড়িতে জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক : পূর্ণমন্ত্রীর পদ মর্যাদা পাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের গাড়িতে জাতীয় পতাকা লাগানো হয়েছে।

 

মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর সাঈদ খোকনের ব্যবহৃত গাড়ি থেকে লোগো সংবলিত নিজস্ব পতাকা নামিয়ে জাতীয় পতাকা লাগিয়ে দেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। নগর ভবনের নিচে মেয়র গাড়ি পার্কিংয়ে গিয়ে এ চিত্র দেখা গেছে।

 

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। এ ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি পেয়েছেন উপমন্ত্রীর মর্যাদা।

 

এদিকে, পূর্ণমন্ত্রীর মর্যাদা পেয়ে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার কর্মসূচি নিয়েছেন সাঈদ খোকন। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় তিনি তার প্রত্যেক কাউন্সিলরদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৬/মিথুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়