ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে লুডু খেলা নিয়ে ঝগড়ায় কৃষক হত্যা

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৩০ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্দরে লুডু খেলা নিয়ে ঝগড়ায় কৃষক হত্যা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বন্দরে লুডু খেলা নিয়ে ঝগড়ায় গোলাম মোস্তফা ফারুক (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  

আজ শনিবার বিকেলে বন্দরের বিবিজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, নিহত গোলাম মোস্তফা ফারুকসহ চারজন বাড়ির পাশের ইটখোলার খালি মাঠে লুডু খেলতে বসে। এ সময় একই এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে রাসেল (২৮) লুডু খেলতে চায়। তখন ফারুক বলেন, তুমি ছোট তোমার সঙ্গে লুডু খেলব না। এতে সে ক্ষিপ্ত হয়ে ফারুককে বুকে লাথি মেরে ফেলে দিয়ে কয়েকটি ঘুষি মারে। এতে ফারুক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় হত্যাকারী রাসেল পালিয়ে যায়। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে বন্দর থানার এসআই আলমগীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এলাকাবাসী হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে গেছে। লাশের সুরত হালে দেখা যায়, ফারুক মাথায় আঘাত পেয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, আসামি রাসেলকে গ্রেপ্তারের জন্য বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চলছে।     


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৩০ জুলাই ২০১৬/হাসান উল রাকিব/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়