ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২৫ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : ঈদেরে আগে বেতন-ভাতার দাবিতে রাজধানীর বাটা সিগন্যাল এলাকার রাস্তা অবরোধ করেছে অনন্ত গার্মেন্টসের শ্রমিকরা। এ কারণে ওই এলাকায় যানচলাচল স্থবির হয়ে পড়েছে।

 

শনিবার বিকেল ৩টার দিকে কয়েক হাজার শ্রমিক ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসে।

 

শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেটসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

এ সময় শ্রমিকদের হাতে ‘ঈদের আগে বেতনসহ সম্পূর্ণ বোনাস পরিশোধ করতে হবে’, ‘অর্জিত ছুটির টাকা ও সব নারী শ্রমিকের মাতৃকালীন ছুটির টাকা দিতে হবে’ প্রভৃতি দাবিসম্বলিত ব্যানার দেখা গেছে।

 

এ বিষয়ে নিউ মার্কেট থানার এএসআই আবদুল হামিদ রাইজিংবিডিকে বলেন, আন্দোলনরত শ্রমিকরা মালিকপক্ষের আশ্বাস ছাড়া রাস্তা থেকে সরে যাবে না বলে জানিয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত মালিকপক্ষের কাউকে অবরোধস্থলে আসতে দেখা যায়নি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৬/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়