ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গর্ভধারণের ১৭ মাস পর সন্তান প্রসব!

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৭ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গর্ভধারণের ১৭ মাস পর সন্তান প্রসব!

পেসক্রিপশন

আন্তর্জাতিক ডেস্ক :  সাধারণত গর্ভধারণের মেয়াদ হয় ৯ থেকে ১০ মাস। তবে চীনের এক নারী সব রেকর্ড ভঙ্গ করে গর্ভধারণের ১৭ মাস পর সন্তান প্রসব করেছেন। সম্প্রতি হুনান প্রদেশের তিয়ানপিংয়ে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

 

সন্তান সম্ভবা হওয়ার পর তিয়ানপিংয়ের বাসিন্দা ওয়াং শি প্রতি সপ্তাহে পরামর্শের জন্য চিকিৎসকদের কাছে যেতেন। গর্ভকালীন মোট ৩০ বার চিকিৎসকদের কাছে পরীক্ষার জন্য গিয়েছেন তিনি। তবে ১০ মাস পেরিয়ে গেলেও সন্তান প্রসব না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন ওয়াং শি। ১৪ মাসের মাথায় চিকিৎসকরা জানান, তার গর্ভের শিশু এখনো অপূর্ণাঙ্গ রয়ে গেছে। এ অবস্থায় অপারেশন করা ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা সান্ত্বনা দিয়ে ওয়াংকে জানান, এর আগে যুক্তরাষ্ট্রের এক নারী গর্ভধারণের ১২ মাস পর সন্তান প্রসব করেছিলেন। সুতরাং তাকেও ধৈর্য ধরতে হবে। শেষ পর্যন্ত ১৮ মাসের মাথায় সন্তান প্রসব করেছেন ওয়াং শি। জন্মের পর শিশুটির ওজন ছিল ৩.৮ কেজি।

 

শিশুটির দাদী কৌতুক করে বলেন, ‘যতো তাড়াতাড়ি আমার নাতির জন্ম হয়েছে ততো দ্রুত সে কথা বলবে বলে আমি আশা করি না।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৬/শাহেদ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়